ড. মাহফুজ শামীম

ড. মাহফুজ শামীম

জীবনকে খেলাচ্ছলেই দেখেন ড. মাহফুজ শামীম। তা না হলে সাহিত্যে পড়াশুনা করে কেন সারাদিন পড়ে থাকবেন তথ্যপ্রযুক্তি নিয়ে? পিএইচডি করেছেন প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে; বিশেষভাবে তথ্যপ্রযুক্তি প্রকল্প। এক যুগেরও বেশি সময় কাজ করছেন দক্ষতা উন্নয়ন নিয়ে। অধ্যাপনা, প্রশাসন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্বব্যাংক, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষ, সরকারের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রকল্প। মধ্য বয়স পেরোনোর আগেই কোথাও কাজ করেন নি তিনি! জীবনের মতো অন্য সব কিছু নিয়ে নিরীক্ষা করাই তাঁর খেলা। দেশি-বিদেশী কুড়িটিরও বেশি গবেষণা জার্নালের প্রধান সম্পাদক। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা জার্নাল আর্টিকেলের পৃথিবীতে প্রথম প্রকাশক তিনি; যা আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেস স্বীকৃত। তবুও যেন তিনি সন্তান ইশান-আয়ানের মতোই সরল আর নিরীক্ষাপ্রিয়।

ড. মাহফুজ শামীম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon